ও বইওয়ালা
★আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে সময় অপচয় হচ্ছে। এই সময় অপচয়ের পিছনে রয়েছে বহুবিধ কারন। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে ট্রাফিক জ্যাম। এই ট্রাফিক জ্যাম প্রতিদিন গড়ে ৫ মিলিয়ন কর্ম সময় নষ্ট হচ্ছে।https://www.thedailystar.net/o... এই জনসাধারনের মধ্যে বিশাল অংশ হচ্ছে চাকুরিজীবি, চাকুরীপ্রার্থী এবং শিক্ষার্থী। যাদের সময়ের সদ্ব্যবহার ও জ্ঞানের খুবই দরকার। আমরা এই মূল্যবান কর্মসময় এভাবে নষ্ট হতে দিতে পারি না।
★সাধারণ মানুষেরা যখন ট্রাফিক জ্যামে থাকে, তখন তারা বই পড়ে সময়টা কাটাতে পারে। এছাড়াও তারা যখন কোথাও বেড়াতে যায়, তখন তাদেরকে গড়ে একটা বড় সময় যাত্রা পথে কাটাতে হয়। এসময় তারা বই পড়তে পারতো। কিন্তু তাদের পক্ষে মুদ্রিত বই বহন করা কষ্টকর। এমতাবস্থায় এমন কোন জায়গাও নেই যেখান থেকে তারা খুব সহজে পিডিএফ বাংলা ও ইংরেজি বই কিনতে ও পড়তে পারবে। তাদেরকে কষ্ট করে ম্যানুয়েলী গুগলে সার্চ করতে হয়। এতে করে তারা প্রায় সময়ই ভুল লিঙ্কে চলে যায় এবং বিরক্ত হয়।
★আমানের সমাধানের সম্পর্কিত সমস্যার কারণগুলো হলো:
১. যানবাহনে থাকাকালীন সময়ে মুদ্রিত বই বহন করা খুবই কষ্টসাধ্য আবার পিডিএফ বই পড়ার জন্য বাড়তি কিছু বহন করা লাগে না। কিন্তু পছন্দের পিডিএফ বই খুঁজে পাওয়া অনেক কঠিন। তাদেরকে বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাহায্য নিতে হয়। প্রতিটি লিংকে আলাদা আলাদাভাবে যেয়ে দেখতে হয়, বইটি আছে কিনা। বেশীর ভাগ লিংক আনভেলিড হয়।
২. স্বয়ংক্রিয়ভাবে পছন্দের বইয়ের তালিকা তৈরী করে দেয়ার মত প্লাটফর্ম খুবই সীমিত।
৩. সহজে বুকমার্ক ব্যাবহার, নোট করা, বই পড়ার সময় একই সাথে অভিধানের ব্যবহার করা যায় না। তাই ব্যবহারকারীর মাল্টিপল এপ্লিকেশন ব্যবহার করা ছাড়া বিকল্প থাকে না।
৪. বই ধার দেয়ার মত জটিল সমস্যা এবং খুব সহজে বন্ধুদের সাথে বই শেয়ার করা নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
৫. সাশ্রয়ীমুল্যে যেকোন জায়গা থেকে পিডিএফ কিংবা মুদ্রিত বই কেনার সুবিধা।
★ একটি সার্ভেতে দেখা গিয়েছে, শতকরা ৪৫ ভাগ মানুষ মনে করে “ই-বুক ফরমেট বই প্রকাশণার জন্য সর্বাধিক জনপ্রিয় ফর্ম হয়ে উঠবে।” https://www.surveymonkey.com/c...
আর আমাদের দেশের প্রেক্ষাপটে পিডিএফ বই পড়া খুবই সময়োপযোগী এবং দরকারী। কিন্তু এই পিডিএফ বুক খুঁজে পাওয়ার একটি সাধারণ মাধ্যমও দরকার। এখনো জনসাধারণকে বিভিন্ন সার্চ ইঞ্জিনের সহায়তা নিতে হয়। বেশীর ভাগ ক্ষেত্রেই ইংরেজি বই পাওয়া গেলেও বাংলা ভাষার বই পাওয়া কঠিন। তাই বাংলা পিডিএফ বইয়ের একটি ভান্ডার প্রয়োজন।
“BRTC, September, 2017” সূত্রানুসারে আমাদের দেশে ১৪০.৭ মিলিয়ন মনুষের
রয়েছে মোবাইল ফোন এবং “The telecom Regulator of Bangladesh, bdnews24.com
Date: 20 September, 2018” এর একটি খবরে প্রকাশ পেয়েছে, ইন্টারনেট
ব্যবহারকারী হচ্ছে ৯০ মিলিয়ন। এখন সবার হাতের এক ইাশারাতেই মুদ্রিত বই কিনা
কিংবা পিডিএফ বই পড়া যায়। কিন্তু পিডিএফ বই পড়ার জন্য এমন কোন জায়গা হয়ে
উঠেনি যেখান থেকে তারা খুব সহজে বাংলা ও ইংরেজি বই খুঁজে পাবে, কিনতে
পারবে, এমনকি খুব অল্প টাকা দিয়ে বই কেনার সুবিধা পাবে। আর এই কাজগুলো যদি একটি জায়গায় নিয়ে আসা যায় তবে তাদের বই পড়া হবে আরো স্বাচ্ছন্দের। তাই আমরা এমন একটি অনলাইন প্লাটফর্ম নিয়ে কথা বলছি যেখান থেকে সবাই খুব সহজে বই
কিনতে ও পড়তে পারবে ।
“ও বইওয়ালা” এমন একটি প্লাটফর্ম হবে যেখান থেকে সর্বস্তরের মানুষ যেকোন জায়গা থেকে বই কিনতে ও পড়তে পারবে। এই প্লাটফর্মটি সবার জন্য উন্মুক্ত হবে। আমাদের দেশের প্রেক্ষাপটে সবাইকে বই কিনতে যাওয়া, বই নিয়ে দরাদরি করা, যাতায়তের সময় বই বহন করা সহ অনেক সমস্যার সম্মুক্ষীন হতে হয়। এ ছাড়া বই পড়ার সময় অন্যান্য সুযোগ-সুবিধা একটি কমন জায়গায় পাওয়া যাবে এই বিষয়টিকে মাথায় রেখে আমাদের প্লাটফর্মটি তৈরী হবে।
আমাদের মেবাইল এপ্লিকেশনটি এনড্রয়েড, আইওএস এবং ওয়েব সিস্টেমে খুব সহজেই ব্যবহার করা যাবে। এই এপ্লিকেশনটি সম্পূর্ণভাবে ইউজার-ফ্রেন্ডলি হবে। আমাদের মোবাইল এপ্লিকেশনটিতে খুব দ্রুত ব্যবহারকারীর পছন্দের বই সার্চ করা যাবে, খুব সাশ্রয়ী মূল্যে যেকোন জায়গা থেকে বই কেনা ও পড়া যাবে। এই একটি এপ্লিকেশন দিয়ে ব্যবহারকারী অনেকগুলো এপ্লিকেশনের সুবিধা একত্রে পাবে। যেমন বুকমার্ক, পছন্দের লাইন নোট করা, বই পড়ার সময় অভিধান ব্যবহারের সুবিধা, তাছাড়া এখানে একটি বিশেষ ফিচার থাকবে তা হলো: “ইন্টিলিজেন্ট বিএল”। এই ফিচারটি একজন ইউজারকে স্বয়ংক্রিয়ভাবে পছন্দের বইয়ের তালিকা তৈরী করে দিবে। এতে করে পরবর্তীতে কোন বই বই পড়তে হবে, কোন বইটি তাদের জন্য পারফেক্ট হবে, তা নিয়ে এখন আর বাড়তি টেনশন করতে হবে না।
এছাড়াও সবাই এই এপ্লিকেশন ব্যবহার করে পছন্দের বইগুলো বন্ধুদের সাথে শেয়ার করার সুবিধাও পাবে। এতে তাদের বন্ধুদেরকে আর বই ধার দেয়া নিয়ে সমস্যায় পরতে হবে না।
এই এপ্লিকেশনটিতে সবাই প্রতিবার বই কেনার পর এবং প্রতিটি বই শেয়ারের পর বোনাস পয়েন্ট পাবে। এই বোনাস পয়েন্ট দিয়ে তারা পরবর্তী বই কেনার সময় বাড়তি মূল্য ছাড়ের সুবিধা পাবে।
এছাড়া এই প্লাটফর্ম সবাইকে একটি বিশেষ সুবিধা দিবে তা হলো “Pay as you go”। এই ফিচারটি দিয়ে সবাই পুরো বইয়ের মোট মুল্যের চেয়ে কম মূল্যে নির্দিষ্ট সময়ের জন্য বই পড়ার সুযোগ পাবে। এতে করে বই কেনার জন্য বাড়তি খরচ করতে হবে না।
- Upskill, reskill, or retrain workers in the industries most affected by technological transformations
- Education
- Technology
- Concept
“ও বইওয়ালা” অ্যাপটি বর্তমানে বিদ্যমান অনেকগুলো অ্যাপের মধ্যে বেশ উদ্ভাবনী। এটি আমাদের দেশের শিক্ষার দক্ষতা উন্নত করতে এবং সময় অপচয় রোধে বিশেষ ভূমিকা পালন করবে। আমাদের প্লাটফর্মে ইংরেজি বইয়ের পাশাপাশি বাংলা বইয়ের উপর বেশী গুরুত্ব দেয়া হবে। কারন, নিজ দেশের ভাষার ভান্ডার যত সুন্দরভাবে সমৃদ্ধ হবে, তত বেশী জ্ঞানের সমৃদ্ধি হবে। এই প্লাটফর্মের “ইন্টিলিজেন্ট বিএল” এবং Pay as you go ফিচারগুলো একে আরো বেশী অনন্য করবে। কারন, এরা সরাসরি সাধারণ মানুষের প্রত্যক্ষভাবে উপকারে আসবে।
ক্রিয়াকলাপ
১. “ও বইওয়ালা” একটি অনলাইন প্লাটফর্ম যেখান থেকে বই সংক্রান্ত বিভিন্ন কাষ্টমাইজড সুবিধা পাওয়া যাবে।
২. যেকোন জায়গা থেকে জ্ঞান শেয়ার করা যাবে।
আউটপুট
১. সময়ের যে অপচয়গুলো হতো পর্যাপ্ত প্লাটফর্মের অভাবে তার সমাধান হবে।
২. জ্ঞান সন্ধানের স্থান হিসাবে প্রযুক্তির সুবিধার গুরত্ব সম্পর্কে সবার সচেতনতা বাড়বে।
ইম্প্যাক্ট
১. মননশীল শিক্ষার অগ্রগতি হবে।
২. ট্রাফিক জ্যামের মত বড় একটি সমস্যায় সময়ের সদ্ব্যবহার হবে।
৩. অল্প অর্থের বিনিময়ে শিক্ষা ছড়িয়ে যাবে বিস্তৃত পর্যায়ে।
- Middle-Income
- Bangladesh
- Bangladesh
- Nonprofit
1. Mentor: H.M. Fazlul Haque fazlulhaquue.jony@gmail.com
2. Team Members:
(a) Shakil Khandaker kshakil181167@bscse.uiu.ac.bd
(b) Mahia Monisha mahiamonisha31@gmail.com
3. Team Leader: Rabius Sani Jabiullah rjabiullah181022@bscse.uiu.ac....
Currently we are working on it.
Currently we are working on it.
For all type of peoples who need a great platform for suffering in the traffic jam and needs education at low cost. we want to help them by Tiger IT Challenges
- Business model
- Technology
- Funding & revenue model
- Monitoring & evaluation
- Media & speaking opportunities
Currently we are looking for best opportunities.