Pocket Dustbin
আমাদের দেশের সব থেকে বড় সমস্যা গুলোর একটা হচ্ছে ময়লা। ময়লা করা আসলে আমাদের স্বভাব। কিন্তু এই ময়লা পরিষ্কারের দিকে কারো কোন খেয়াল নেই।সবাই অন্য কেউ পরিষ্কার করবে ভেবে মইয়লা করেই চলেছে।কিন্তু সে অন্য কেউ কে??
সে অন্য কেউ হলেন আপনি ,আমি, আমরা।আমরাই পারি আমাদের ময়লা আমরা পরিষ্কার করতে।রাস্তা ঘাটে পলিথিন,প্লাস্টিক,কাগজ এগুলি আমরা না ফেলি।নিজের পকেট কিংবা ব্যাগে রাখার অভ্যাস করি।বাসায় অথবা ডাস্টবিনে গিয়ে নিজের পকেট অথবা ব্যাগের ময়লা ফেলে দেই।
এর ফলে শহর নোংরা হবে না।ড্রেনে পানি আটকাবে না।পরিবেশ দূষণ হবে না।ঠিক জায়গায় সব ময়লা পৌছালে সেগুলি নষ্ট করাও সহজ হবে,শহরের বাতাস,পরিবেশ কিছুটা হলেও ঠিক হয়ে যাবে।
অপরিষ্কার শহরের ভুক্তভুগি সবাই।বাংলাদেশের বড় শহর বলতে যে সব জায়গা বুঝায় সে সব এবং এর পাশাপাশি উন্নয়ন শীল শহর গুলিও এর আয়োতায় পড়ে।
এই সমস্যা সারা দেশের মানুষ ভুক্তভুগি।পরিবেশ দূষণের ভুক্তভুগী সবাই হয়।পানি ,বাতাস সবার উপর সমান রকম প্রভাব ফেলে। ময়লায় জরাজির্ণ একটা শহরে সব রকম দূষণ ই হয়।
আমার এই নিজেই নিজের ময়লা পরিষ্কার করার কাজে সবাই সচেতন হবে দায়িত্ববোধ বাড়বে এবং একটা সময় দেশটা দেখতে সুন্দর হবে।দেশে বাচার মত পরিবেশ আবার ফিরে আসবে,রোগ বালাই হবে কম।বাতাস এবং পানি দূষিত কম হলে মানুষ অসুস্থ কম হবে।
আমরা সবাই সবার জায়গা থেকে নিজেদের সাহায্য করবো দেশটাকে বাঁচিয়ে রাখার জন্য।
যখন সবার ময়লা আমারা সবাই নিজের দায়িত্বে পরিষ্কার করবো তখন নিজের আশ পাশ দেখে নিজেরাই পরিবর্তন বুঝতে পারবে।তারাই বুঝবে তাদের কেন পরিষ্কার করা উচিৎ।
আমার কাউকে কিছু দিতে হবে না,তাদের কাছেই তাদের প্রয়োজনীয় সব কিছু আছে,শুধু ব্যাবহার করার কথা বলবো আমরা।
আমরা শুধু সারা দেশে ভালো রকম একটা বিজ্ঞাপন ক্যাম্পেইন করে মানুষ কে এটা জানাবো,এবং সচেতন করব
- Upskill, reskill, or retrain workers in the industries most affected by technological transformations
- Environment
- Concept
আমাদের দেশের সরকারের পক্ষে ততক্ষণ দেশটাকে বাস যোগ্য করা সম্ভব না যতক্ষণ আমরা ঠিক ভাবে বসবাস না করি।আমরা জাতি হিসেবে একসময় কর্মঠ ছিলাম এখন অলস হয়ে গেছি।আর এই অলসতার প্রমাণ আমাদের পরিবেশ দূষণ।আমি আমার এই আইডিয়ার মাধ্যমে আমাদের অলসতা দূর করতে পারছি,নিজেদের ভেতর দ্বায়িত্ব বোধ বাড়াতে পারছি এবং আমাদের পরিবেশ কে বাচাতে পারছি।
এছাড়া অন্য আর কি উপায় হতে পারে যেখানে একসাথে এত মানুষ নিজের ভূমিকা পালন করলে সেটার ফলাফল এর থেকে ভাল হবে
- Women & Girls
- Children & Adolescents
- Elderly
- Urban Residents
- Very Poor
- Low-Income
- Middle-Income
- Minorities/Previously Excluded Populations
- India
- Burma
- Pakistan
- Sri Lanka
- India
- Burma
- Pakistan
- Sri Lanka
যদি সচেতনতার বীজ মানুষের মধ্যে ঢুকে যায় তাহলে আগামী প্রজন্মকেও আমি এর আয়তায় আনতে পারি
আমি চাই প্রথমে বড় শহর গুলোর মানুষের ভেতর এই সচেতন মানসিকতা ঢুকুক, এবং তাদের শিশুরাও এর মর্ম বুঝবে।তারপর আস্তে আস্তে গ্রামে গঞ্জে ছরিয়ে দেয়া হবে
শুরু হলে পাঁচ বছরের ভিতর যে রুপ দেখা যাবে,সেটা মানুষের অভ্যাস হলে আর কখনো নোংরা বাঙ্গলাদেশ দেখা যাবে না
মানুষ কে প্রতিনিয়ত সচেতন করা এবং অসচেতনতার ফলাফল দেখিয়ে বুঝানো
- Nonprofit
আমি ব্যবসা করতে চাই না।আমি সুন্দর দেশ উপহার দিতে চাই আগামী প্রজন্ম কে
আমার বুদ্ধিটাকে আপনারা বিবেচনা করে দেখুন।কত বড় পরিসরে একে কাজে লাগানো যায়।
- Funding & revenue model
- Media & speaking opportunities